গোনাহ করলে যেসব ক্ষতি হয়

গোনাহ করলে যেসব ক্ষতি হয়

অনলাইন ডেস্ক

হাদিসে গোনাহের মারাত্মক ক্ষতির কথা ওঠে এসেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘নিশ্চয়ই গোনাহের কাজ করলে-

১. চেহারা কুৎসিত হয়।

২. অন্তর অন্ধকার হয়।

৩. রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয়।

৪. মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা ভাব জম্মায়।

৫. ফলে তাকে কেউ ভালো দৃষ্টিতে দেখে না।

মুসনাদে আহমাদে বর্নিত একটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে সতর্ক করেন যে, বান্দাহ গোনাহ করার দ্বারা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়।

আরও পড়ুন:


পরমাণু ইস্যুতে বাইডেনের সঙ্গে কোনও বৈঠক নয়: রাইসি

তদন্তের প্রয়োজনেই হুইপ সামশুলসহ ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা: দুদক

নির্বাচন ব্যবস্থাকে আরও কলঙ্কিত করল আওয়ামী লীগ: চরমোনাই পীর

বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত


অন্য বর্ণনায় আরও এসেছে, ‘গোনাহের কারণে হায়াত (আয়ু) কমে যায় এবং জীবনের বারাকাত শেষ হয়ে যায়।

গোনাহ এবং পাপাচার শুধু মানুষের দেহকে দুর্বল করে না বরং সাথে সাথে অন্তরকেও দুর্বল করে দেয়। আর অন্তর যেহেতু শরীরের অধীনে এই জন্য শরীরের প্রভাব অন্তরের ওপরও পড়ে ফলে গোনাহগার ব্যক্তি দুনিয়া এবং পরকালে চরমভাবে বিপদগ্রস্থ হয়।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক