এবার ত্বহার বেফাঁস মন্তব্য

এবার ত্বহার বেফাঁস মন্তব্য

অনলাইন ডেস্ক

তরুণ ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবার নিজের আইনজীবী সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন । নিখোঁজ থাকা কালে তরুণ এই বক্তা গাইবান্ধার ত্রিমোহনীতে একটি মসজিদে ইতেকাফে ছিলেন বলে গণমাধ্যমকে গত রোববার নিজের চেম্বারে বসে তথ্য দেন তারই আইনজীবী সোলায়মান আহমেদ সিদ্দিকী।

এ প্রসঙ্গে একটি অডিও বক্তব্যে ত্বহা বলেন, লোকটির (আইনজীবীর) কমনসেন্স নাই। ইতেকাফ রমজান মাস ছাড়া হয় না।

একই অডিও টেপে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া প্রসঙ্গে তার এক বন্ধুকে বলতে শোনা যায়, এমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই না, যেটা আমাদের জন্য মঙ্গলজনক নয়।  

৮ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বিকালে রংপুর নগরীর চার তলা এলাকায় তার প্রথমপক্ষের শ্বশুরবাড়ি থেকে পুলিশ ত্বহাকে উদ্ধার করে। একই রাতে দুই স্ত্রীর বিরোধের কারণে গাইবান্ধার ত্রিমোহনীতে আত্মগোপন করেছিলেন বলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দী দিলে আদালত নিজের জিম্মা ছেড়ে দেন।  

এর আগে ১০ জুন রাত থেকে নিখোঁজ ত্বহার মা ও দ্বিতীয় স্ত্রী রংপুর ও ঢাকায় আলাদা আলাদা জিডি করেন।

news24bd.tv/আলী