পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নিখোঁজ, খোঁজা হচ্ছে নদীতে

পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নিখোঁজ, খোঁজা হচ্ছে নদীতে

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক চীনা প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের অন্তর্গত একটি কাজ এই সেতুর পাশ দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ। সেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন বলে তার সহকর্মীরা আমাদের জানান।

সাড়ে ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:


ট্রাকের সব যাত্রীকে নামিয়ে কেবিনের মধ্যে নিয়ে তরুণীকে ধর্ষণ

দেশে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা

আওয়ামী লীগের জন্মদিন আজ

আওয়ামী লীগ জন্মের ঐতিহাসিক প্রেক্ষিত ও সফলতা-ব্যর্থতা


ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

তারা এখনও আসেনি। ’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদেরকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

news24bd.tv / তৌহিদ