ডেলটা ভ্যারিয়েন্ট এখন দখল নিচ্ছে গোটা দেশ

ডেলটা ভ্যারিয়েন্ট এখন দখল নিচ্ছে গোটা দেশ

অনলাইন ডেস্ক

ঢাকার হাসপাতালগুলোতে করোনার ডেলটা ভ্যারিয়েন্টের প্রভাব পড়তে শুরু করেছে। এর ধারাবাহিকতা বজায় থাকলে আগামী এক সপ্তাহেই ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে আর রোগী ভর্তি নেওয়া সম্ভব হবে না। সংক্রমণ রোধে এলাকাভিত্তিক লকডাউনকেই উত্তম উপায় বলছে আইইডিসিআর। তবে চিকিৎসা ব্যবস্থাপনার প্রস্তুতিও পাশাপাশি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

যেকোনো ভাইরাস তার নিজস্ব ধরন অনুযায়ী পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিজের রূপ বদলায়। এরই ফলস্বরুপ কোভিড ১৯ যুক্তরাজ্যে আলফা, দক্ষিণ আফ্রিকায় বিটা, ব্রাজিলে গামা আর ভারতে ডেলটা ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয়েছে। আর বাংলাদেশে সীমান্ত এলাকায় হানা দিয়ে ডেলটা ভ্যারিয়েন্ট এখন দখল নিচ্ছে গোটা দেশ।

এর প্রভাব রাজশাহী, খুলনার পাড় হয়ে এবার এগিয়েছে রাজধানীর দিকে।

দুই সপ্তাহে আগেই যেখানে ঢাকা মেডিকেলে ১০ থেকে ২০ জন কোভিড রোগী ভর্তী হতো। এই স‌প্তাহে সেই সংখ্যা ৩০ থেকে ৩৫শে দাঁড়িয়েছে। চাপ বাড়ছে রাজধানীর অন্যান্য হাসপাতালেও।

এই ভয়াবহ সংক্রমণ রোধে চলমান লকডাউনই ভালো উপায় বলছে আইইডিসিআর।

news24bd.tv/এমিজান্নাত