ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে চাঁদা আদায়

ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে চাঁদা আদায়

অনলাইন ডেস্ক

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজির অভিযোগে সূত্রাপুর থানা পুলিশের এসআই রহমাত উল্লাহ ও এএসআই রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

আজ বুধবার (২৩ জুন) দুপুরে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ। কিন্তু গ্রেফতারের কারণ জানাননি তিনি। গ্রেফতারের পর ভুক্তভোগী নাজমুল হক সুমন পল্টন থানায় ওই দুজনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

নাজমুল হকের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, তার বাসা শান্তিনগরের ইস্টার্ন পিস ভবনে। সেখানে গত ১৪ জুন রাত ৯টার দিকে সাদা পোশাকে দুজন তাদের বাসার দরজায় নক করেন। সুমনের বাবা দরজা খুলে দিলে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করেন তারা। তারা সুমনের রুমে গিয়ে সব আসবাবপত্র ওলটপালট করে।

তাদের মধ্যে একজন পকেট থেকে কিছু ট্যাবলেট সুমনের রুমে টেবিলের ওপরে রাখে। সেসময়ই সুমন ইয়াবার ব্যবসা করে বলে হুমকি-ধামকি দেয় তারা।

‘বাঁচতে চাইলে’ তাদেরকে টাকা দিতে হবে বলে হুমকি দিলে সুমন উপায় না দেখে তার কাছে থাকা ৫৫ হাজার টাকা দিয়ে দেন।

news24bd.tv/এমিজান্নাত