আর যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেব না : ইমরান খান

আর যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেব না : ইমরান খান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের ভেতরে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাকিস্তান সরকার আরেকবার ভুল করবে না।

দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

তিনি বলেন, আফগান যুদ্ধের কারণে তার দেশকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে।

তবে অতীত ভুল থেকে অনেক কিছু শিখেছে ইসলামাবাদ।

ইমরান বলেন, আরও দ্বন্দ্ব-সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রত্যাহার করতে হবে। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে সঙ্গী হতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন:


চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার

দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!

পরিবারের দাবি হত্যাকাণ্ড, দাফনের ১৫ দিন পর তরুণীর লাশ উত্তোল

তিনি জানান, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে পাকিস্তান অনেক বড় ভুল করেছে।

তবে সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় আফগান জাতিকে বাইরের কেউ কখনও নিয়ন্ত্রণ করতে পারেনি।

news24bd.tv/আলী