বেনাপোল স্থল বন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি

Other

করোনা কালীন সময়েও স্বাভাবিক আছে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য। জীবনের ঝুঁকি নিয়ে বেনাপোল বন্দরে কাজ করছে হাজার হাজার শ্রমিক। বন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি শ্রমিক নেতা ও ব্যবসায়ীদের।  

করোনাকালীন সময়ে সরকারের বিধিনিষেধ ঘোষণার মধ্যেও বেনাপোল স্থল বন্দর খোলা রাখা বিষয়ে নির্দেশনা ছিল।

কিন্তু শ্রমিকদের বেশিরভাগ সময় ভারতীয় ট্রাক ড্রাইভারদের পাশে থেকে কাজ করতে হয়। এতে তাদের শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পরে।

ফলে তাদের আক্রান্তের হার বাড়তে পারে। এজন্য পরীক্ষা এবং একই সঙ্গে তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান শ্রমিক নেতারা।

বেনাপোল স্থল বন্দরে মোট ৮ হাজার শ্রমিক পণ্য ওঠানো ও নামানোর কাজ করে।   এখানে দুই দেশের পণ্য পরিবহনকারী ট্রাকচালক ও হেলপারদের মধ্যে নেই কোন স্বাস্থ্য সচেতনতা।

ফলে সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ট্রাকচালক ও হেলপার, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পণ্য খালাসের সঙ্গে জড়িত হ্যান্ডেলিং শ্রমিকসহ ১০ হাজার মানুষ। যদিও, বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে যাবতীয় সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন:


সারাদেশে লকডাউনের বিষয়ে যে সিদ্ধান্ত

বেতন-ভাতা বাড়ানোর আবেদন সরকারি কর্মচারীদের

চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার

দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!


news24bd.tv / কামরুল