চরম জনদূর্ভোগেই শুরু হলো রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা

Other

চরম জনদূর্ভোগেই শুরু হলো করোনার উর্ধ্ব সংক্রমন প্রেক্ষাপটে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা। বুধবার সকাল থেকেই যানবাহন স্বল্পতাই শত ভোগান্তি সহ্য করে বাড়তি ভাড়া গুণে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন হাজারো যাত্রী।  

গণপরিবহন না পেয়ে কেউ ট্রাকে, কেউ মটর সাইকেলে আবার কেউ ইজিবাইকে চড়েই পাড়ি জমিয়েছেন দীর্ঘ পথ। সেই সাথে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, যোগ করে বাড়তি ভোগান্তি।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা। গণপরিবহন না পেয়ে দীর্ঘ অপেক্ষায় হাজারও মানুষ। থেকে থেমে বৃষ্টি যোগ করে বাড়তে থাকে ভোগান্তি।

অফিসগামী মানুষেরা পড়েন চরম দুর্ভোগে।

দূরপাল্লার গণপরিবহনের দেখা না মিললেও মোটরসাইকেল, প্রাইভেট কারের বাড়তি উপস্থিতি ছিল মহাসড়কে।

গণপরিবহন সল্পতার কারণে বাড়তি ভাড়া গুণেই গন্তব্যে যান যাত্রীরা।

একই অবস্থা ছিল গাবতলী, আব্দুল্লাহপুরসহ রাজধানীর সব প্রবেশমুখগুলোতে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্ক্ষলা বাহিনী।

রাজধানীতে দূরপাল্লার গণপরিবহন প্রবেশ বন্ধ থাকলেও চলেছে বাকি সব যানবাহন। বন্ধ ছিল না করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড়ও।

আরও পড়ুন:


সারাদেশে লকডাউনের বিষয়ে যে সিদ্ধান্ত

বেতন-ভাতা বাড়ানোর আবেদন সরকারি কর্মচারীদের

চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার

দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!


news24bd.tv / কামরুল