ইথিওপিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৮০

ইথিওপিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৮০

অনলাইন ডেস্ক

ইথিওপিয়ায় উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয় বলে জানানো হয়।

স্থানীয় এক মেডিকেল কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে।

অন্যদিকে এক চিকিৎসক বার্তা সংস্থা এপি’কে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ৮০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।


আরও পড়ুন:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন

তরুণীকে তুলে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবকের পালাক্রমে ধর্ষণ

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ


তবে ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার করেননি। তার ভাষ্য, বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল, এতে বেসামরিক মানুষকে লক্ষ্য বানানো হয় না।

এদিকে, এই ঘটনায় সব তথ্য-প্রমাণ দেখে ইথিওপিয়ার সামরিক বাহিনীই দায়ী বলে মনে করেন লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাট।

news24bd.tv / নকিব