ভরাট গলায় ভাব নিয়ে ফোন, অবশেষে ধরা ভুয়া এমপি

ভরাট গলায় ভাব নিয়ে ফোন, অবশেষে ধরা ভুয়া এমপি

অনলাইন ডেস্ক

‘আমি এলাকার এমপি বলছি। একটা কাজে ফোন করেছি। কাজটি করে দেবেন। ' আদৌ তিনি এমপি নন।

কিন্তু ভরাট গলায় ভাবটা ভালোই নিতেন।  

শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা খেলেন ভুয়া এমপি। তার সাথে ছিল আরেক নারী সহযোগীও। ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারা।

প্রতারক এমপির নাম জহির উদ্দিন বাবুল (৫৫)। ডিবি পুলিশ তাকে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আটক নারীর নাম গুলশান আরা বেগম। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সাহুদকোনা গ্রামে।

ডিবির ওসি শাহ কামাল জানান, চাকরির কথা বলে আটককৃত নারী গুলশান আরা বেগম চাকরিপ্রার্থীদের কাছ থেকে ব্যাংকের চেক নিতেন। আর জহির উদ্দিন বাবুল এমপি পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করতেন। সম্প্রতি ময়মনসিংহে একাধিক ব্যক্তি এদের হাতে প্রতারিত হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করে। পরে ডিবি পুলিশ চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানায় এ বিষয়ে গতকাল বুধবার একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রতারণার শিকার একজন চাকরিপ্রার্থী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন:


রমনার বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানি ২৪ অক্টোবর

নুসরাতের ‘প্রাক্তন স্বামী’ নিখিলের সঙ্গে দুই নায়িকার প্রেমের গুঞ্জন

রহস্যের জট খুলছে, একাই বাবা-মা-বোনকে হত্যা করে মেহজাবিন‍!

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন


news24bd.tv / কামরুল