ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩,মৃত্যু ৩

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩,মৃত্যু ৩

Other

ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭১১ জনে। আক্রান্তের হার ৫১ ভাগ।

এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ৩ জন মারা গেছে।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ১৪৩ জনের মধ্যে ৭৩ জনের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৬৮ জন।

স্বাস্থ্য বিভাগ জানান, গত ৭ দিনে জেলায় ৪৮৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

৭ দিনে গড় আক্রান্তের হার ৪৪ দশমিক ৪৩ ভাগ। আক্রান্তের দিক থেকে যুবকেরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে মারা যাচ্ছে বয়স্করা বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন:


ভরাট গলায় ভাব নিয়ে ফোন, অবশেষে ধরা ভুয়া এমপি

নুসরাতের ‘প্রাক্তন স্বামী’ নিখিলের সঙ্গে দুই নায়িকার প্রেমের গুঞ্জন

'কৃষ ফোর' ঋত্বিকের বিপরীতে থাকতে পারে ক্যাটরিনা!

রহস্যের জট খুলছে, একাই বাবা-মা-বোনকে হত্যা করে মেহজাবিন‍!


news24bd.tv / কামরুল