রোজগারের আগ পর্যন্ত ছেলের দায়িত্ব বাবার

রোজগারের আগ পর্যন্ত ছেলের দায়িত্ব বাবার

অনলাইন ডেস্ক

স্নাতক শেষ করে রোজগারের আগ পর্যন্ত ছেলের দায়িত্ব নিতে হবে বাবাকেই। মঙ্গলবার একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট এমনটাই জানিয়েছে।

একটি ডিভোর্সের মামলার শুনানিতে দিল্লির হাইকোর্ট বলেন, ছেলের ১৮ বছর হলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং যতক্ষণ না পর্যন্ত ছেলে স্নাতক শেষ করে রোজগার করছে, ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব থাকবে।

ওই রায়ে ওই নারীকে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে দেয়ার নির্দেশ দেয়া হয়। যাতে তার ছেলের পড়াশুনার খরচসহ সব খরচ চালাতে পারেন তিনি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই’কে বিচারপতি সুব্রহ্মণ্য প্রসাদ বলেন, ছেলের বয়স ১৮ বছর পেরিয়ে গেছে কিন্তু স্নাতক শেষ করেনি, চাকরিও পায়নি- এই অবস্থায় একজন নারীকেই ছেলের যাবতীয় খরচ বহন করতে হতো।


আরও পড়ুন:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন

তরুণীকে তুলে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবকের পালাক্রমে ধর্ষণ

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ


আদালত জানান, মায়ের একার হাতে সন্তানের খরচের বোঝা বহন করা অযৌক্তিক।

স্বামীরা যদি মেয়ের জন্য খরচ দিতে পারে তাহলে ছেলের ক্ষেত্রেও সেই আইন থাকবে।

news24bd.tv / নকিব