যশোরে করোনা হাসপাতালে বেড সংকট

যশোরে করোনা হাসপাতালে বেড সংকট

Other

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে ১ ও ইয়লোজনে ৪ জন মারা গেছে।  

এ সময় নতুন করে আরও ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ১১২ বেডের বিপরীতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৪২ জন।

 

যেখানে রেড জোনে ৮০টি বেডের বিপরীতে ৮৯ জন ইয়লোজনে ৩২ বেডের বিপরীতে ৫৩ জন ভর্তি রয়েছে। এছাড়া তিনটি আইসিইউ বেডে রোগী ভতি রয়েছে। এ জেলায় মোট আক্রান্ত ১০৩৪৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৬ হাজার ৮শ’ ৮৮ জন।

আর মারা গেছে ১১৯ জন।

এদিকে উচ্চঝুঁকির কারণে যশোরের লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউন মানাতে প্রশাসন কঠোরতা আরোপ করেছেন। সেই সঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্যকর্মকর্তাদের।