ভ্যাকসিন জালিয়াতির কবলে মিমি

ভ্যাকসিন জালিয়াতির কবলে মিমি

অনলাইন ডেস্ক

সংসদ সদস্য ও টালিউড নায়িকা মিমি চক্রবর্তী ভুয়া ভ্যাকসিনের কবলে পড়েছেন। গত মঙ্গলবার কসবার নিউ মার্কেট এলাকার এক ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কভিড টিকা নেন তারকা সংসদ সদস্য। বিশেষভাবে সক্ষম শিশু ও সমকামীদের এই ক্যাম্পে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে, আমন্ত্রণপত্রের মাধ্যমে সে কথা জানতে পেরে সেখানে হাজির হন তিনি।

সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু পরে গোটা বিষয় নিয়ে খটকা লাগে মিমির। এবং তার তৎপরতার কারণেই ভুয়া ভ্যাকসিন কেন্দ্রের পর্দা ফাঁস হয়।

ওই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজকের নাম দেবাঞ্জন দেব। তিনি নিজেকে আইএস অফিসার হিসেবে পরিচয় দেন।

মিমিকে জানানো হয়েছিল জয়েন্ট কমিশনার অব কেএমসির উদ্যোগে ওই ভ্যাকসিনেশন ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

সংবাদমাধ্যমকে মিমি জানান, পুরো বিষয়টা প্রোমোট করতে আমি সেখানে পৌঁছেছিলাম এবং নিজেও ভ্যাকসিন নিই। কিন্তু তারপর ফোনে কোনো মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলেও ওরা জানায়, বাড়িতে পৌঁছে যাবে; কিন্তু আসেনি। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করালে তারা বলে, তিন-চার দিন সময় লাগবে। এরপরই বুঝি নিশ্চয়ই পুরো বিষয়টার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে।

এরপর মিমি নিজে ওই ক্যাম্প থেকে টিকা নেওয়া অন্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তারাও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তার পরই প্রশাসনিক স্তরে যোগাযোগ করেন মিমি।  

পুলিশ জানিয়েছে, মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন

তরুণীকে তুলে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবকের পালাক্রমে ধর্ষণ

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ

news24bd.tv/এমিজান্নাত