এবারও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

এবারও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

অনলাইন ডেস্ক

এবছরও বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত পাঁচ মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০১ জন। আর জুনের ২৩ দিনেই রোগী মিলেছে ১৪৬ জন।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, শাহবাগ, পরিবাগে এডিস মশার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ।

এবার পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলেও এডিস নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার কথা বলছে সিটি করপোরেশন।

চলতি মাসে অধিকাংশ দিনই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ, ফুলের টব, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমছে পানি। এতে বিস্তার বাড়ছে এডিস মশার এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই।

কীটতত্ত্ববিদরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে।

news24bd.tv/এমিজান্নাত