রাত ৯টার আগে টিভিতে ফাস্টফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ

রাত ৯টার আগে টিভিতে ফাস্টফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের টিভি চ্যানেল গুলোতে ফাস্ট ফুডের বিজ্ঞাপন রাত নয়টার আগে দেখানো নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। অর্থাৎ দেশটির  টিভি চ্যানেল গুলোতে ফাস্ট ফুডের বিজ্ঞাপন দেখতে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

টিভি চ্যানেল গুলোতে ফাস্ট ফুডের বিজ্ঞাপন বন্ধের প্রসঙ্গে পাবলিক হেলথ মিনিস্টার জো চার্চিল জানান, বরিস জনসনের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই টিভি চ্যালেনে নির্দিষ্ট সময়ের পর ফাস্ট ফুডের বিজ্ঞাপন চালানোর সিদ্ধান্ত হয়েছে। যা খুব দ্রুত কার্যকর করা হবে।

 

তিনি বলেন, শিশুরা যখন টিভি দেখেন তখন এই ধরনের বিজ্ঞাপনের কারনে তারা আরও বেশি অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকে পরছে। এতে তাদের খাদ্যাভাস পরিবর্তন হচ্ছে। একই সাথে যখন তাদের শরীরে পুষ্টিকর খাবারের প্রয়োজন তখন এই সব বিজ্ঞাপন দেখে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে।  

চার্চিল আরো জানান, শিশুরা দিনের একটি বড় অংশ অনলাইনে কাটায়।

তখন তারা এমন লোভনীয় খাবারের বিজ্ঞাপন দেখে অভিভাবকদের কাছে তার জন্য আবদার করে। যা বেশিরভাগ সময় অভিভাবকরা পূরন করতে বাধ্য হন।

news24bd.tv/এমিজান্নাত