আশরাফুলের উজ্জ্বল দিনে আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল

আশরাফুলের উজ্জ্বল দিনে আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল

অনলাইন ডেস্ক

মোহাম্মদ আশরাফুলের উজ্জ্বল দিনে আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল। আবাহনীর পরাজয়ে ফের জমে উঠল ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের ব্যাটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আবাহনী লিমিটেড। কিন্তু তাতেও লাভ হলো না।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল।  

জয়ের নায়ক আশরাফুলকে দেখা গেল পুরোনো রূপে। চার-ছক্কার ফুলঝুড়িতে ৪৮ বলে ৭২ রানের অসাধারণ ইনিংস খেললেন আশরাফুল। তাঁর ইনিংসটি সাজানো ছিল আট বাউন্ডারি ও দুটি ছক্কা।

তারকা ক্রিকেটারের জ্বলে ওঠার দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল। দলকে জেতানোয় ম্যাচ সেরার পুরস্কারও উঠছে আশরাফুলের হাতে।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান করে আবাহনী। ৫১ বলে ৭০ রান করেছেন লিটন দাস। মাত্র ২৮ বলে ছয় বাউন্ডারিতে ৪২ রান করেন নাঈম। এ ছাড়া আফিফ করেছেন ১৯ রান। ১৬ রান করেছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

১৭৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার সৈকত আলিকে হারায় শেখ জামাল। দলের ১২ রানে ৪ বলে ৩ রান করে ইমরুলও ফেরেন সাজঘরে। এমন কঠিন অবস্থায় নিজেকে মেলে ধরেন আশরাফুল। নাসির হোসেনের সঙ্গে জুটি বেধে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। আশরাফুলের পাশাপাশি ৩৬ রান করেছেন নাসির। ২২ বলে ৩৬ রান করেছেন নুরুল হাসান সোহানও।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ২০ ওভারে ১৭৩/৭ (নাঈম ৪২, মুনিম ০, লিটন ৭০, শান্ত ৬, মোসাদ্দেক ১৬, আফিফ ১৯, সাইফ উদ্দিন ২*, তানজিম ৬, আমিনুল ০*; এনামুল ৪-০-৩০-১, ইবাদত ৪-০-৪৪-০, জিয়াউর ৪-০-৪২-২, আফ্রিদি ৪-০-২৫-২, নাসির ১-০-৮-০, সোহরাওয়ার্দী ৩-০-১৮-০)।

শেখ জামাল: ১৮.৩ ওভারে ১৭৫/৪ (সৈকত ২, আশরাফুল ৭২*, ইমরুল ৩, নাসির ৩৬, সোহান ৩৬, জিয়াউর ২২*; সাইফ উদ্দিন ৩.৩-০-৩৪-১, আরাফাত সানি ৪-০-৩৫-১, তানজিম ৩-০-৩৫-১, মোসাদ্দেক ১-০-৫-০, আমিনুল ৩-০-২৭-১, মেহেদি রানা ৪-০-৪২-০)।

ফল: ৬ উইকেটে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আরও পড়ুন:


চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার

দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!

পরিবারের দাবি হত্যাকাণ্ড, দাফনের ১৫ দিন পর তরুণীর লাশ উত্তোল

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ


news24bd.tv / কামরুল