থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ-মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে।
রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, ৮৯ বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্খিত উন্নয়ন আসে নি।
আরও পড়ুন
সিলেটের ট্রিপল হত্যা: দুই সন্তানসহ স্ত্রীকে মাছ ভেবে কুপিয়ে হত্যা করে হিফজুর
মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা খতিয়ে দেখছে পেন্টাগন
দাম্পত্য জীবন সুখের করতে বিশ্বনবীর উপদেশ
সূরা ইয়াসিন: আয়াত ৪৫-৫০, দুনিয়া ও আখেরাতের শাস্তি
করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে যখন প্রধানমন্ত্রী প্রাইয়ূতের সরকার জনগণের পক্ষ থেকে মারাত্মক সমালোচনার মুখে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতিতে চলছে তখন আজকের বিক্ষোভ মিছিল হলো। করোনার ভ্যাকসিন নীতি-নিয়েও সরকার সমালোচনার মুখে। থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন। সূত্র: পার্সটুডে।
news24bd.tv এসএম