মহাকাশ স্টেশন থেকেই সরাসরি ইউরো দেখছেন নভোচারীরা

মহাকাশ স্টেশন থেকেই সরাসরি ইউরো দেখছেন নভোচারীরা

অনলাইন ডেস্ক

বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা নিয়ে ফুটবল ভক্তরা মেতে আছেন। এতো গেল পৃথিবীর কথা। কিন্তু পৃথিবীর বাইরেও ছড়িয়ে গেছে ফুটবলের উত্তেজনা। তার প্রমাণ পাওয়া গেল নভোচারীদের দেখে।

কোটি কোটি মাইল পেরিয়েও চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরাও খেলা দেখছেন। সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছেন তারা।

বৃহস্পতিবার (২৪ জুন) ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে মহাকাশ স্টেশনে বসে খেলা দেখার একটি ছবি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন


মাহির ‘কপাল’ পরীক্ষা আজ

আবারো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সিলেটের ট্রিপল হত্যা: দুই সন্তানসহ স্ত্রীকে মাছ ভেবে কুপিয়ে হত্যা করে হিফজুর

মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা খতিয়ে দেখছে পেন্টাগন


ছবিতে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন) ফরাসি নভোচারী থমাস পেসকুইট। আর তার সামনেই একটি পর্দায় ফ্রান্স-পর্তুগালের ম্যাচ চলছে।

বুধবার রাতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখী হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা।

news24bd.tv এসএম