কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো প্যারাগুয়ে।
ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেছেন ব্রায়ান সামুদিও। কর্নার থেকে মিগুয়েল আলমিরনের ক্রসে লাফিয়ে ওঠা হেডে বল জালে জড়ান সামুদিও। পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আলমিরন নিজেই করেন দ্বিতীয় গোলটি।
সবশেষ জয়ের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের। দিনের আগের ম্যাচে উরুগুয়ের কাছে বলিভিয়ার হারের সুবাদে শেষ আটের টিকিট নিশ্চিত হয়েছে চিলিরও। ফলে এই গ্রুপ থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছে বলিভিয়ার।
আরও পড়ুনঃ
মহাকাশ স্টেশন থেকেই সরাসরি ইউরো দেখছেন নভোচারীরা
কানাডার পরিত্যক্ত স্কুলে পাওয়া গেলো সাড়ে সাতশ কবর!
আবারো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সিলেটের ট্রিপল হত্যা: দুই সন্তানসহ স্ত্রীকে মাছ ভেবে কুপিয়ে হত্যা করে হিফজুর
৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট এই গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
news24bd.tv / নকিব