শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে ধস ৯ মাসেও মেরামত করা হয়নি। এরই মধ্যে নদীতে পানি বাড়ায় ডুবে যাচ্ছে ধসে যাওয়া ব্লক। সামনের দিনে পানির স্রোত বাড়লে পুরো প্রতিরক্ষা বাধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কর্তৃপক্ষ বলছে- প্রাক্কলন হলেও বরাদ্দ না পাওয়ায় কাজ করতে পারেনি তারা।
জানা যায়, কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু। গত বছরের অক্টোবরে এর ১০০ মিটার ভাটিতে প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়। একে একে আরসিসি ব্লক ধসে যায় নদীতে। কাছে পানি উন্নয়ন বোর্ডের নদী খননের ড্রেজার কাজ করায় এই ধস হয় বলে মনে করেন স্থানীয়রা। পরবর্তীতে সেতুর উজানেও ব্লক ধসের ঘটনা ঘটে। বর্ষার আগে মেরামত না করায় আতংকে আছেন স্থানীয়রা।
বেসরকারি প্রকৌশলী এম এ হাফিজ অভি বলেন,পানি বাড়তে থাকায় এখন আর মেরামতের সুযোগ নেই।
নির্বাহী প্রকৌশলী কুষ্টিয়া জাহিদুর রহমান মণ্ডল বলেন, প্রাক্কলন করে পাঠালেও হেড অফিস থেকে এখনো বরাদ্দ আসেনি।
আরও পড়ুন:
সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ
চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার
দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!
পরিবারের দাবি হত্যাকাণ্ড, দাফনের ১৫ দিন পর তরুণীর লাশ উত্তোল
news24bd.tv / কামরুল