করোনা আক্রান্ত হয়ে খুলনার তিনটি হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল হাসপাতালে দুইজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের রেড জোনে (করোনা আক্রান্ত) পাঁচজন ও ইয়োলো জোনে (উপসর্গ) এক জনের মৃত্যু হয়েছে।
এদিকে খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় করোনায় খুলনা রূপসার সরদার মনিরুল নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন।
গাজী মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এখানে ৯৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে ৭ জন চিকিৎসাধীন।
আরও পড়ুন:
১৪ দিনের শাটডাউনে প্রস্তুত সরকার, যেকোন সময় ঘোষণা (ভিডিও)
সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ
ঝিনাইদহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২
চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার
news24bd.tv / কামরুল