জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি (ভিডিও)

অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে বৈঠক শেষে যৌথভাবে এমনটাই দাবি করেছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা।  

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছিলেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে বিরোধীদের হয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 বৈঠকে জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ্‌, ওমর আবদুল্লাহ্‌ ওমেহবুবা মুফতি উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে মোদি বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সব দলের উচিত দেশে ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করা।  

আরও পড়ুন:


১৪ দিনের শাটডাউনে প্রস্তুত সরকার, যেকোন সময় ঘোষণা (ভিডিও)

সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ

খুলনার তিন হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

ঝিনাইদহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২


news24bd.tv / কামরুল