শাটডাউন 'আতঙ্কে' ঢাকা ছাড়ছে মানুষ

শাটডাউন 'আতঙ্কে' ঢাকা ছাড়ছে মানুষ

অনলাইন ডেস্ক

যে কোন সময়ে শাটডাউনের খবর আসতে পারে এমন ঘোষণা শুনে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। তাছাড়া আজ ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ।

জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া না হলেও ঠেকানো যাচ্ছে না পায়েহাঁটা মানুষের ঢল।

ঢাকার গাবতলী এলাকায় যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিকল্প বাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়েই চরম দুর্ভোগ নিয়েও ঢাকা ছাড়ছে মানুষ।

সুরুজ মিয়া নামে এক যাত্রী একজন বলেন, বাড়িতে জরুরি কাজ পড়েছে সেজন্য বাধ্য হয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছি। ভাড়াও ডাবল দিচ্ছি।


আরও পড়ুনঃ

মিয়ানমারে সামরিক ক্যু’র পর সহিংসতায় ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু

বৃটেনের বেথনাল গ্রিন ও বো লেবার পার্টি বিএএমই শাখার নতুন কমিটি ঘোষণা

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৮

যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধের প্রস্তুতি, চালু থাকবে জরুরি সেবা


রাজধানীর আশপাশের ৭ জেলায় চতুর্থ দিনের লকডাউনেও সড়ক-মহাসড়কে থেমে নেই গণমানুষের চলাচল।

শুক্রবার ছুটির দিনেও নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে মানুষের ঢল। গণপরিবহন বন্ধ থাকলেও ট্রাক, পিকআপভ্যান ও অন্যান্য ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে ছুটছেন তারা।

news24bd.tv / নকিব