বাড়ির ভেতরেও মাস্ক পরার নির্দেশ দিল ইসরায়েল

বাড়ির ভেতরেও মাস্ক পরার নির্দেশ দিল ইসরায়েল

অনলাইন ডেস্ক

অল্প কয়েকদিন আগেই উঠিয়ে নেওয়া বিধিনিষেধ কার্যকর করল ইসরায়েল। বাড়ির ভেতরেও মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করল দেশটি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার (২৪ জুন) ফের তা আরোপ করা হয়েছে।

ইসরায়েলের করোনাপ্রতিরোধ বিষয়ক প্রধান ন্যাচম্যান আশ বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে লোকজনকে আবার বাড়ির ভেতরে মাস্ক পরতে হবে।

আরও পড়ুন:


ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল ইভ্যালি

নোয়াখালীতে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১১৬


সরকারি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তা হতাশার কথাই।

news24bd.tv / তৌহিদ