নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা দল এটাই

নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা দল এটাই

অনলাইন ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দলটিই নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা দল বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক অধিনায়ক রিচার্ড হেডলি। ভারতকে হারিয়ে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল শিরোপা জয়ের পর এমন অভিমত ব্যক্ত করেন তিনি।  

নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে টেস্টের এই শ্রেষ্ঠত্বকে। এর আগে বেশ কয়েকবার বৈশ্বিক আসর জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও সফল হয়নি কিউইরা।

সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপেও হতে হয়েছে রানারআপ। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে না- এই কথাকে ভুল প্রমাণিত করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে দলটি।

ট্রফি জয়ের এই দিন তাই নিউজিল্যান্ডের সেরা দিন বলে অভিমত হেডলির। একইসাথে এই দলটিকেই নিউজিল্যান্ডের সেরা দল বলে মানছেন তিনি।

হেডলি বলেন, এটা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা দিন। এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা দল। হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। তবে বিরাট কোহলির শক্তিশালী ভারতের বিরুদ্ধে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। গত কয়েক বছরে তারা তাদের দলকে অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে।

তিনি বলেন, শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও গত দুই বছরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার যোগ্য দাবিদার এই দল। এই দলের প্রত্যেকে পেশাদার, আর এরা প্রত্যেকে একসঙ্গে এই খেতাব জেতার জন্য লড়াই করেছে।

news24bd.tv/আলী