ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ৮ যুবক

ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ৮ যুবক

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ঝাঁপ দিয়েছেন আট যুবক। এ সময় দোকানে আড্ডা দেওয়া কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। তবে পুকুরে ঝাঁপ দিয়ে জরিমানা থেকে বেঁচে গেছেন ওই আটজন।

শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলা সদরে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।

তিনি জানান, শুক্রবার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশনা না মেনে বেশ কয়েকজন যুবক একটি বন্ধ দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান আট যুবক। এরপর দোকানে বসা কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

সুদীপ্ত কুমার সিংহ জানান, উপজেলায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। লকডাউনে প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে নিয়মিত তদারকি করছে প্রশাসন। লকডাউন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।

news24bd.tv/আলী