চলনবিলে শ্রমিক সঙ্কট, পানিতে ডুবছে ধান

চলনবিলে শ্রমিক সঙ্কট, পানিতে ডুবছে ধান

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

অব্যাহত বর্ষণে নাটোরের সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই ও নাগর নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বোরো চাষীরা। অব্যাহত বর্ষণে পানি নাগর নদীর সারদানগর বাঁধ দিয়ে চলনবিলে প্রবেশ করছে। ফলে কষ্টের ফলস ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

 
এছাড়া বেশ কয়েকটি খাল ডুবে যাওয়ায় হুমকির মুখে ৫ হাজার একর জমির ধান। অবস্থাদৃষ্টে, শস্যভান্ডার খ্যাত চলনবিলের কৃষকরা এখন উভয় সঙ্কটের মুখে পড়েছে। একদিকে পানিতে ডুবছে ধান, অন্যদিকে নেই ফসল কাটার শ্রমিক। ফলে বোরো ধান ঘরে তোলা নিয়ে চলনবিলের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ।
সংখ্যায় নগণ্য শ্রমিক কাজ করতে রাজি হচ্ছে অনেক বেশি টাকায়। এতে ধান কেটে ঘরে তুলতেই বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের।

news24bd.tv

সিংড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩০ এপ্রিলের ঘন্টাব্যপী ভারি বর্ষণ, বুধবারসহ আগের দু'দিনের ব্যাপক বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিংড়া উপজেলার আত্রাই এবং নাগর নদীর পানি বেড়ে গেছে। এখানকার লক্ষাধিক কৃষক এখন আতঙ্কিত। নাগর নদীর সারদানগর এলাকার বাঁধ দিয়ে চলনবিলের ফসলি জমিতে প্রতিনিয়ত পানি প্রবেশ করছে। এতে সারদানগর এলাকার প্রায় দুই শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার সারদানগর, চৌগ্রাম, একশিং তাড়াই, ডাহিয়া, বেড়াবাড়ীসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় একই রকম। মূলত ভারি বর্ষণের পানি ফুসে উঠে চলনবিলের কৃষকের ধান এখন পানির নিচে। এছাড়াও ঝড়ো বাতাসে আধা-পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। ফলে বোরো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কৃষকরা।

সারদানগর গ্রামের কৃষক ইউসুফ আলী ও চৌগ্রামের আতাহার আলী বলেন, ব্যাংক থেকে নেয়া ঋণের টাকায় তারা বোরো রোপণ করেছিলেন। ফসল ডুবে যাওয়ায় ব্যাংকের ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, তার ইউনিয়নে পানি প্রবেশ করায় প্রায় শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন চৌগ্রাম এলাকায় বেশকিছু ধান ডুবেছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন বলেন, গেল ক'দিনের দিনের টানা বর্ষণ ও বাতাসে তার উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। জমিতে জমে থাকা বৃষ্টির পানি শুকিয়ে গেলে কৃষকরা কম ক্ষতিগ্রস্থ হবেন।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর