একশো টাকার একটা পণ্য কিনতে আমরা দুই ঘণ্টা সময় দেই। দশটা দোকানে যাচাই করি। দাম দেখি, রং দেখি, ডিজাইন দেখি—তারপর পছন্দ হলে কিনি।
আর ইউনিভার্সিটিতে যে বিষয় নিয়ে চার-পাঁচ বছর ধরে পড়ব, সেটা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই।
শিক্ষার বেলায় যেনো পছন্দ থাকাটাই অপরাধ!
তাহলে এস্ট্রোফিজিক্স পড়া স্টুডেন্ট ব্যাংকে চাকরি করবে না তো মহাকাশে যাবে?
আরও পড়ুন:
বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাচ্ছে যাত্রীরা
গরিবরা যদি মারাও যায়, তবুও আ.লীগের যায় আসে না: মান্না
‘শাটডাউন আসছে’, ফাঁকা হচ্ছে ঢাকা
news24bd.tv / তৌহিদ