সৌদি আরবে ছিনতাইকারীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যার নাম মো. জিলানী (৩২)।
তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর হাজ্বীকান্দি গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে।
আরও পড়ুন:
বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাচ্ছে যাত্রীরা
গরিবরা যদি মারাও যায়, তবুও আ.লীগের যায় আসে না: মান্না
‘শাটডাউন আসছে’, ফাঁকা হচ্ছে ঢাকা
জিলানীর আত্মীয় মো. জামান জানান, সৌদি আরবে কিছু ছিনতাইকারী বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় মো. জিলানীকে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন।
news24bd.tv / তৌহিদ