সারা দেশে বজ্রসহ বৃষ্টির কথা জানাল আবহাওয়া অফিস

সারা দেশে বজ্রসহ বৃষ্টির কথা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

দেশের সকল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারেও বলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি  ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুই দিনে সারা দেশে সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

আরও পড়ুন:


বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাচ্ছে যাত্রীরা

গরিবরা যদি মারাও যায়, তবুও আ.লীগের যায় আসে না: মান্না

‘শাটডাউন আসছে’, ফাঁকা হচ্ছে ঢাকা


 

news24bd.tv / তৌহিদ