সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ দেবে সৌদি নিয়োগকারীই: সৌদি রাষ্ট্রদূত

সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ দেবে সৌদি নিয়োগকারীই: সৌদি রাষ্ট্রদূত

Other

এখন থেকে সৌদিগামী কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ বহন করবে দেশটিতে নিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ বিন আল দুহাইলান। এই সংক্রান্ত একটি “নোট ভার্বাল” পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সৌদী দূতাবাস।

 
সৌদি রাষ্ট্রদূত জানান, নতুন নিয়ম অনুযায়ী সৌদি নিয়োগকারী কর্মকর্তাই তার কর্মীর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ বহন করবেন। আর গৃহকর্মীদের কোয়ারেন্টাইনের খরচ বহন করবেন সৌদির সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি।

তিনি আরো জানান, এখন থেকে করোনা ভ্যাকসিন নেয়া থাকলে কোন কর্মীকে সৌদি গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে সৌদি যাত্রার ৭২ ঘন্টা আগে করা করোনা টেস্ট এর নেগেটিভ ফলাফল সাথে নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

সম্প্রতি বাংলাদেশ সরকার সৌদিগামীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ মাথাপিছু ২৫ হাজার করে টাকা দেয়ার কর্মসূচী শুরু করে।

news24bd.tv/আলী