জার্মানিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জনের মৃত্যু

জার্মানিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

জার্মানিতে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার উজবুর্গ শহরে এই হামলা হয়। সন্দেহভাজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এমটিই জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বার্বারোসা স্কয়ারে ছুরি নিয়ে সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি আক্রমণ চালায় হামলাকারী। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এর মধ্যেই ছুরি হামলায় তিন জন প্রাণ হারান।

আরও পাঁচজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। তার বয়স ২৪ বছর। পুলিশ বলেছে, সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন


নামাজে তাকবিরে তাহরিমার পরে বিশ্বনবী যে দোয়া পড়তেন

সূরা ইয়াসিন: আয়াত ৫১-৫৮, কিয়ামতের দিন কী হবে

সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ দেবে সৌদি নিয়োগকারীই: সৌদি রাষ্ট্রদূত

‘অকারণে চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না’


হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।

পুলিশ বলেছে, সোমালিয়ার ওই ব্যক্তি ২০১৫ সাল থেকে ওই উজবুর্গ শহরে বসবাস করেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

news24bd.tv এসএম