সোমবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-র‌্যাব

সোমবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-র‌্যাব

অনলাইন ডেস্ক

সারাদেশে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের ‘কঠোর লকডাউন’ দিতে যাচ্ছে সরকার। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই কঠোর লকডাউনের সিদ্ধান্ত।

আর মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে সেজন্য সোমবার থেকেই মাঠে নামবে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

একই সঙ্গে মোতায়েন করা হতে পারে সেনাবাহিনীও। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

আরও পড়ুন


দপ্তরের মধ্যে সহকারীকে চুমু খেয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ফিনল্যান্ডে সিটি কাউন্সিলর নির্বাচিত তরুণ প্রবাসী বাংলাদেশি হিমেল

১৬ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৬০ বছর বয়সী চেয়ারম্যান

জর্জ ফ্লয়েড হত্যা: সাড়ে ২২ বছর কারাদণ্ড সেই পুলিশ কর্মকর্তার


তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

news24bd.tv এসএম