জার্মানিতে ছুরি নিয়ে হামলায় নিহত ৩, আহত ৫

জার্মানিতে ছুরি নিয়ে হামলায় নিহত ৩, আহত ৫

অনলাইন ডেস্ক

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর উয়ের্জবার্গে শুক্রবার ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারের আগে তার উরুতে গুলি করে আহত করা হয়।

ওই ব্যক্তির ক্ষত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে তারা।  হামলাকারী ২৪ বছর বয়সী সোমালি ব্যক্তি বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছানোর পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান বলেছেন, এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। আর পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে।

এই ব্যক্তিদের আঘাত খুবই গুরুতর, তাই তারা বাঁচবে কিনা বলা যাচ্ছে না।

পুলিশের মুখপাত্র কার্সটিন কিউনিক বলেছেন, শহরের কেন্দ্রে বারবারোসা স্কয়ারে ছুরি দিয়ে হামলার ব্যাপারে বিকেল ৫টার দিকে তাদের কাছে ফোন আসে।

পুলিশ বলছে, সব দেখে মনে হচ্ছে তিনি একাই হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে তারা। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।


আরও পড়ুনঃ

মহাকাশ স্টেশন থেকেই সরাসরি ইউরো দেখছেন নভোচারীরা

কানাডার পরিত্যক্ত স্কুলে পাওয়া গেলো সাড়ে সাতশ কবর!

আবারো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সিলেটের ট্রিপল হত্যা: দুই সন্তানসহ স্ত্রীকে মাছ ভেবে কুপিয়ে হত্যা করে হিফজুর


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হাতে ছুরি ধরা এক ব্যক্তিকে চেয়ার দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে বেশকিছু মানুষ। কিছুক্ষণ পর সেখানে পুলিশকে আসতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, মাটিতে রক্ত পড়ে রয়েছে।

এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাভারিয়ার গভর্নর মার্কাস সোয়েডার।

সূত্রঃ বিবিসি

news24bd.tv / নকিব