মার্কিন ইন্ধন ছাড়া ব্রিটিশ যুদ্ধজাহাজের এমন তৎপরতা একেবারেই অসম্ভব

মার্কিন ইন্ধন ছাড়া ব্রিটিশ যুদ্ধজাহাজের এমন তৎপরতা একেবারেই অসম্ভব

অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরে ব্রিটেনের যুদ্ধজাহাজ যে শত্রুতাপূর্ণ তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্টের অনুমতি ছাড়া তা একেবারেই অসম্ভব বলে জানিয়েছেন রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বলেছেন। “হোয়াইট হাউজ এবং পেন্টাগন সাংবাদিকদের বলেছে যে, কৃষ্ণ সাগরের ঘটনা সম্পর্কে ব্রিটেনকে জিজ্ঞেস করুন। কিন্তু কেন? এখনো কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিমাংশে ব্রিটেনের ওই যুদ্ধজাহাজ অপেক্ষা করছে মার্কিন নেতৃত্বাধীন ‘সী ব্রিজ’ মহড়ায় অংশ নেয়ার জন্য।

আরও পড়ুন


ভারতে নয় আমিরাতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ!

সোমবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-র‌্যাব

দপ্তরের মধ্যে সহকারীকে চুমু খেয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ফিনল্যান্ডে সিটি কাউন্সিলর নির্বাচিত তরুণ প্রবাসী বাংলাদেশি হিমেল


ঘটনার সময় ওই জাহাজে আমেরিকা, ব্রিটেন এবং ইউক্রেনের বিশেষজ্ঞরা ছিলেন। এ অবস্থায় এটি অসম্ভব যে, 'বড় ভাই' এর কথা মতো ব্রিটিশ যুদ্ধজাহাজ শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় নি। " নিজের টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন মারিয়া জাখারোভা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছিল যে, কৃষ্ণসাগরের নৌবহর ব্রিটেনের একটি ডেস্ট্রয়ারকে রাশিয়ার পানিসীমা লঙ্ঘনে বাধা দিয়েছে।

সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর