স্বামীর মরদেহের অপেক্ষায় প্রবাসীর স্ত্রী

স্বামীর মরদেহের অপেক্ষায় প্রবাসীর স্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওমানের নিজুয়া সোহারিয়া শহরে নিহত ঝিনাইদহের টোকন মিয়ার (২৫) বাড়িতে শোকের মাতম চলছে। শোকে কাতর হয়ে পড়েছেন নিহতের পরিবারের সদস্যরা। টোকন মিয়ার বিধবা স্ত্রী মিম আক্তার স্বামীর মরদেহর অপেক্ষায় প্রহর গুনছেন।

নিহত টোকন ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

তিনি ২ বছর আগে শ্রমিক হিসেবে ওমানে যান।  

হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রশিদ মিয়া জানান, গত শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ওমানের নিজুয়া সোহারিয়া শহরে ড্রামের ওপর দাঁড়িয়ে রড কাটছিলেন টোকন। এ সময় পা পিছলে রডকাটা মেশিন নিয়ে নিচে পড়ে যান। এতে তার গলার বাম পাশে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

দ্রুত তার সহকর্মীরা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টোকনের মা নিলুফা বেগম ও স্ত্রী মিম আক্তারসহ পরিবারের সদস্যরা সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা নিলুফা বেগম সন্তানের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর