মুনাফা কমেছে এবি ব্যাংকের

মুনাফা কমেছে এবি ব্যাংকের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের লভ্যাংশ কমে গিয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে এবি ব্যাংকের একক মুনাফা হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছর এই মুনাফার পরিমাণ ছিল ১৩০ কোটি ৪৭ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেই হিসাবে মুনাফা কমেছে ১২৭ কোটি ৫১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় কমেছে ১ টাকা ৬৮ পয়সা।

আলোচ্য বছরে সমন্বিতভাবে কোম্পানির মুনাফা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫০ কোটি ৮৮ লাখ টাকা।

সেই হিসাবে সমন্বিত মুনাফা কমেছে ১৪৬ কোটি ৮ লাখ টাকা।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৪ পয়সা।

এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৬৫ পয়সা। আর এককভাবে এনএভি হয়েছে ৩০ টাকা ৪ পয়সা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর