প্রথমবারের মতো খুলছে রোমের কলোসিয়ামের তলদেশ

প্রথমবারের মতো খুলছে রোমের কলোসিয়ামের তলদেশ

অনলাইন ডেস্ক

২ হাজার বছরের মধ্যে প্রথমবার খুলে দেওয়া হচ্ছে রোমের কলোসিয়ামের তলদেশ। বিল্ডিংয়ের ‘হৃদয়’ হিসেবে পরিচিত জায়গাটি কেবল ‘হাইপোজিয়া’ বা তলদেশের স্তরগুলোতে প্রাচীনকালে গ্ল্যাডিয়েটর্স এবং তাদের ঘোড়াগুলো অপেক্ষা করত যুদ্ধে যাওয়ার জন্য। ওই স্মৃতিসৌধের ইতিহাসে এবারই প্রথম জনসাধারণকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

news24bd.tv

এতে পর্যটকেরা কাঠের প্ল্যাটফর্মের প্যাসেজওয়ে ধরে কলোসিয়ামের তলদেশে হেঁটে বেড়াতে পারবে।

সেই সাথে তারা করিডোর ও তোরণ-শোভিত পথগুলো ঘুরে দেখতে পারবে। এগুলো হাইপোজিয়া এবং গ্লাডিয়েটর ও তাদের ঘোড়ার অপেক্ষারত ঘরের সাথে সংযুক্ত ছিলো।


আরও পড়ুন:

পাত্র চেয়ে আজব বিজ্ঞাপন তরুণীর, অতঃপর যা ঘটল...

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করবেন কাদের মির্জা


news24bd.tv / নকিব