নির্বাচন কমিশনে আত্মঘাতী হামলা, নিহত ১১ (ভিডিও)

নির্বাচন কমিশনে আত্মঘাতী হামলা, নিহত ১১ (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে জানান, আজ সকাল থেকে লিবিয়ার নির্বাচনে নাম নথিভুক্ত করার কাজ চলছিল।

এ জন্য কমিশন সদর দপ্তরে জড়ো হয়েছিলেন ভোটাররা। এমন সময় হামলা চালায় কয়েকজন। নিহতদের মধ্যে ৩ জন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও ৪ জন নিরাপত্তারক্ষী রয়েছেন।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারি দপ্তরের ভেতরেই দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। লিবিয়া অবজারভার হামলার সময়কার ভিডিও প্রকাশ করেছে।

সূত্র: আলজাজিরা, লিবিয়া অবজারভার   •   অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর