কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল

কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল

Other

কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে লকডাউন উপেক্ষা করে কুষ্টিয়ার সড়কে নেমেছে মানুষের মিছিল। চেকপোস্টগুলোতে পুলিশ যানবাহন আটকে দিলেও মানুষ হেটে যাচ্ছেন গন্তব্যে।

রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউর রহমান বলেন, হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি আছে ১৪০ জন। আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরো ৩৫ জন।

আরও পড়ুন


বাংলাদেশসহ ১৪ দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

দুই ডোজ টিকা নিলে মাস্ক ছাড়াই জড়িয়ে ধরা যাবে একে অপরকে

আগামীকাল থেকেই বন্ধ হচ্ছে গণপরিবহন?

সাতক্ষীরা মেডিকেলে আজও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৫ শতাংশ


সিভিল সার্জন ও জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

৫৬৩ নমুনার বিপরীতে শনাক্তের হার ৩৪.৬ শতাংশ। একদিনে এর আগে ১৯৫ জনে করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম। এর আগে গত ১৯ জুন ১৬৪ জন আক্রান্ত হয়েছিল।

news24bd.tv এসএম