ইরাককে প্রাচীন পুরাকীর্তি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ইরাককে প্রাচীন পুরাকীর্তি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৩ হাজার ৮শ প্রাচীন পুরাকীর্তি ইরাকের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। হস্তনির্মিত পুরনো এসব বস্তু ইরাক থেকে অবৈধভাবে পাচার হয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্টস এবং ক্রেপ্টসের দোকান হবি লবি স্টোরে বিক্রির জন্য স্থান করে নিয়েছিল।  

হবি লবি স্টোর থেকে এসব প্রাচীন নিদর্শনের মধ্যে সুমেরীয় সভ্যতার মানুষের লেখার অক্ষরের প্রতিলিপিও আছে। ছোট ছোট ট্যাবলেটের মত খোদাই করা এসব অক্ষর ব্যবহার হত লেখালিখিতে।

এর মধ্যে আছে মেসোপটেমিয়া ও ব্যাবিলনীয় সভ্যতার অনেক নিদর্শনও।  

গতকাল মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস দপ্তরের (আইসিআই) কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে ইরাকি রাষ্ট্রদূত ফরিদ ইয়াসিনের বাসভবনে গিয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে এ সব প্রাচীন নিদর্শন হস্তান্তর করেন। এ সময় তারা তার কাছে কিছু প্রাচীন বস্তু নিয়ে যান।  

news24bd.tv

আইসিআই'র ভারপ্রাপ্ত ডিরেক্টর থমাস হোম্যান বলেন, মূল্যবান পুরাকীর্তি লুট হয়ে যাওয়া রোধ করতে আমরা একসাথে কাজ করবো।

অবৈধভাবে পাচার হওয়ার এসব পুরাকীর্তি যারা বেচাকেনা করছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।  

উল্লেখ্য, আদালতের নির্দেশে ওকলাহোমা শহরের আর্টস এবং ক্রেফটস বেচাকেনার দোকান হবি লবি জুলাই মাসে এসব পুরাকীর্তি সরকারের কাছে হস্তান্তর করবে। প্রাদেশিক প্রসেকিউটর জানান, টালি জিনিসপত্রের নামে এসব পুরাকীর্তি সমুদ্রপথে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। হবি লবিকে এ রজন্য ৩ মিলিয়ন ডলার জরিমানা করেন প্রসেকিউটর।

সূত্র: রয়টার্স       •       অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর