বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী

বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী

অনলাইন ডেস্ক

কঠোর লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার ১ জুলাই থেকে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।

তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে বলেও জানান জাহিদ মালেক।

তিনি আরও জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধের কোনও ঘাটতি নেই।

আরও পড়ুন:


শ্বশুর-ভাশুর-দেবর মিলে গৃহবধূকে ধর্ষণ, প্রমাণ দিতে ভিডিও!

রাজশাহী মেডিকেলে আজও ১০ জনের মৃত্যু

এজন্যেই একে আগুনের সাথে তুলনা করে বলা হয় ঈর্ষানল

সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে: ডা. জাফরুল্লাহ


news24bd.tv / কামরুল