ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকলে ভিয়েনা সংলাপ ব্যর্থ হতে পারে: ব্লিঙ্কেন

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকলে ভিয়েনা সংলাপ ব্যর্থ হতে পারে: ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করলে পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, “যদি এ কাজ অব্যাহত থাকে, যদি তারা অত্যাধুনিক সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে এবং একের পর এক এর মাত্রা বাড়াতে থাকে তাহলে তা আমাদের দৃষ্টিতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। ”

ব্লিঙ্কেন ভিয়েনা সংলাপ থেকে জো বাইডেন সরকারের সরে যাওয়ার আশঙ্কার কথাও জানান।

তিনি বলেন, “আমি এ ব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না তবে সে আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ”


আরও পড়ুন:

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুকেন্দ্র বাতিল

এখনো সেই লবণের পাহাড়ের অভিশাপ বয়ে বেড়াচ্ছে গ্রামবাসী (ভিডিও)

প্রবাসে ভূমিকা রাখাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বৃদ্ধি

কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল


উল্লেখ্য, গত এপ্রিল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও চীন সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করছে এবং পরোক্ষভাবে সংলাপে অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র।

news24bd.tv / নকিব