হাবল টেলিস্কোপের চোখে ‘প্রজাপতি নীহারিকা’

হাবল টেলিস্কোপের চোখে ‘প্রজাপতি নীহারিকা’

অনলাইন ডেস্ক

পৃথিবী থেকে ৩ হাজার ৩৯২ আলোকবর্ষ দূরে রয়েছে এই ‘প্রজাপতি নীহারিকা। ’ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তার নাম এনজিসি-৬৩০২। কয়েক হাজার আলোকবর্ষ দূরের কুয়াশামাখা এক জগতের ছবি প্রজাপতি রূপে ধরা দিয়েছে টেলিস্কোপে।

২০২০ সালে হাবল-স্কোপের পাঠানো মাহাকাশের সৌন্দর্য নিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা(নাসা)।

তার মধ্যে ছিল ‘প্রজাপতি নীহারিকা’র ছবিও।

news24bd.tv

তাদের মধ্যে থেকে সেরা ছবি বেছে নিতে বলা হয়। বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর শেষমেশ ‘প্রজাপতি নীহারিকা’র মাথাতেই সেরার শিরোপা ওঠে।


আরও পড়ুন:

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুকেন্দ্র বাতিল

এখনো সেই লবণের পাহাড়ের অভিশাপ বয়ে বেড়াচ্ছে গ্রামবাসী (ভিডিও)

প্রবাসে ভূমিকা রাখাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বৃদ্ধি

কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল


news24bd.tv / নকিব