হজের অনুমতি পাওয়া মুসলিমদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ

হজের অনুমতি পাওয়া মুসলিমদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যাদেরকে হজের জন্য মনোনীত করা হয়েছে তাদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে নিশ্চত করছে সৌদি কর্তৃপক্ষ।

কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করতে পারবেন। এরই মধ্যে হজের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সীদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে।

যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেয়া হয়েছে। মোট হজযাত্রীর ২০ শতাংশ ৪১-৫০ বছর বয়সীদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজে অংশ নেয়ার অনুমতির কথা জানিয়ে দেয়া হচ্ছে।

চলতি বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের আবেদন বাছাই করা হয়।

আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ আবেদন বাতিল করা হয়েছে।


আরও পড়ুন:

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুকেন্দ্র বাতিল

এখনো সেই লবণের পাহাড়ের অভিশাপ বয়ে বেড়াচ্ছে গ্রামবাসী (ভিডিও)

প্রবাসে ভূমিকা রাখাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বৃদ্ধি

কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল


সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরে সাড়ে পাঁচ লাখ আবেদন থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ বছরের হজযাত্রী বাছাই করে। গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে ৫১ থেকে ৬৫ বছর বয়সীদের রেজিস্ট্রেশন। অন্য বয়সভিত্তিক হজযাত্রীদের রেজিস্ট্রেশন এখনও চলছে।

news24bd.tv / নকিব