সরকার আবারও দেশে কঠোর বিধিনিষেধ লকডাউন জারি করল। আগামীকাল সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র।
নির্দেশনায় বলা আছে :
১।
২। সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
৩। খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যান্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।
৪। সরকারি-বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী
শ্বশুর-ভাশুর-দেবর মিলে গৃহবধূকে ধর্ষণ, প্রমাণ দিতে ভিডিও!
রাজশাহী মেডিকেলে আজও ১০ জনের মৃত্যু
সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে: ডা. জাফরুল্লাহ
news24bd.tv / কামরুল