পরিস্থিতির উন্নতি নেই, মালয়েশিয়ায় বাড়ছে লকডাউন

পরিস্থিতির উন্নতি নেই, মালয়েশিয়ায় বাড়ছে লকডাউন

অনলাইন ডেস্ক

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান ফুল লকডাউন ২৮ জুন শেষ হওয়ার কথা থাকলেও মালয়েশিয়া জুড়ে করোনার ভারতীয় ও আফ্রিকার ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়ায় ফের বাড়ছে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনের সময়সীমা।

এ বিষয়ে আগামী ২৮ অথবা ২৯ জুন নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
স্থানীয় সময় রোববার (২৭ জুন) দেশটির সানওয়ে পিরামিড কনভেনশন টিকাদান কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের দেওয়া ‘প্রোগ্রাম পেনাজান ন্যাশনাল’ অথবা  ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ (পিপিএন) এর চারটি ধাপের প্রথম ধাপ অর্থাৎ জুন মাসে ফুল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৪ হাজারের নিচে না নামায় চারটি ধাপের মধ্যে প্রথম পর্যায়ের ধাপের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে।

যা হয়তো জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। এটি নির্ভর করছে আসলে আক্রান্তের সংখ্যার ওপর।

এছাড়া ২৮ জুন থেকে খাবারের দোকানগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:


‌‘ভয়ানক’ ড্রোন ইরানের হাতে

রাঙামাটির বিলাইছড়িতে দরিদ্র জনগোষ্ঠীদের সেনাবাহিনীর সহায়তা


এদিকে, দেশটিতে আজ রোববার দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৬০ জনের।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ৪৮ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৪ হাজার ৯৪৪ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭০৯ জন।

news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর