পাবনা সদর উপজেলায় এক চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বিল্লাল হোসেন (৩৮)। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে।
আতাইকুলা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ি পৌঁছানোর আগে তাকে কয়েকজন সন্ত্রাসী ৩-৪টি গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
লকডাউনে গোটা দেশ, বন্ধ শপিংমল-গণপরিবহন
টানা ১০ জয়ের পর ড্র করল ব্রাজিল
রোনালদোদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ১৪ ভবন, তিন বাস
news24bd.tv / কামরুল