শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে: বিস্ফোরক পরিদপ্তর
মগবাজার বিস্ফোরণ

শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে: বিস্ফোরক পরিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের নিচতলার শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তর।  

আজ সকালে পরিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিদফতরের এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস বিভাগের ডেপুটি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেছেন, শুধুমাত্র গ্যাস লিকেজ থেকে এতো ভয়াবহ বিস্ফোরণ ঘটা অস্বাভাবিক। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এটা ডিফারেন্ট।

ওই ভবনের নিচতলার শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। যা ন্যাচারাল গ্যাস অর্থাৎ সরকারিভাবে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ ও কানেকশন করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এতো বড় বিস্ফোরণের কারণ কী, সেটা নিয়ে আমরাও দুশ্চিন্তায় আছি। বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পরিদফতর।

পেছনে আরও কোনো কারণ থাকতে পারে। সেটা খতিয়ে দেখা হচ্ছে।

news24bd.tv নাজিম